নিজস্ব সংবাদদাতাঃ বহু অপেক্ষার পর রাজ্যে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। সপ্তাহের শুরু থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। যার জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রাও অনেকটা কমেছে। জানা গিয়েছে, শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আজ মেঘলা থাকবে আকাশ। বাঁকুড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা-এই চার জেলায় বৃষ্টিপাত হতে পারে।
প্রসঙ্গত, আজ দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় কালবৈশাখী সহ বৃষ্টিপাত হতে পারে। এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার প্রবল ঝড়-বৃষ্টির অপেক্ষাকৃত বেশি সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। তবেঁ, রবিবারের পর রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমতে পারে।