রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি

গত এক সপ্তাহ ধরে রাজ্যে চলছে বৃষ্টিপাত। আজও প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়।

author-image
Probha Rani Das
New Update
heavy rain.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গত সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত রাজ্যে বর্ষার আমেজ নিয়ে এসছে। আজও কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই কদিনের ঝড়বৃষ্টির কারণে তিলোত্তমার শহরে তাপমাত্রাও খানিক কমেছে।

rain in kolkata.jpg

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। 

kol rains.jpg

Add 1