নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য জুড়ে এখনও কমেনি বৃষ্টির দাপট। উত্তর বঙ্গোপসাগর এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। দিঘার উপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে। যার ফলে আগামী কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে ৷
রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। জানা গিয়েছে, আগামী ৩-৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এছাড়াও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। এছাড়াও উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।