নিজস্ব সংবাদদাতাঃ আজ ভোর থেকেই মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ভোর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি চলছে কলকাতা এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে। জানা গিয়েছে, সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি চলবে আজ দক্ষিণবঙ্গে।
রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। ভ্যাপসা গরম বজায় থাকবে। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগণায় আজ দিনভোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ সারাদিন কম বেশি বৃষ্টিপাত চলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগণা, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, হাওড়া, হুগলী এবং নদীয়ায় আজ মাঝে মধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।