নিজস্ব সংবাদদাতাঃ তাপপ্রবাহের উত্তাপে নাজেহাল গোটা বাংলা। দক্ষিণবঙ্গের সবকটি জেলার পাশাপাশি উত্তরেও রাক্ষুসে চেহারা গরমের। কিন্তু কবে হবে সবস্তির বৃষ্টি। তবে বঙ্গবাসীর জন্য এখনই স্বস্তির বার্তা দিতে পারছে না আবহাওয়া দফতর। বরং চলতি মাসে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রার অবস্থা একই থাকবে।]
শনিবারেও তাপপ্রবাহ চলবে কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায়। দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, মালদায়। আজ চরম তাপপ্রবাহের সতর্কতা জারি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে। দক্ষিণবঙ্গের অন্যত্রও তীব্র গরমের ভয়ঙ্কর দাপট থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও মালদহ, দুই দিনাজপুরে তীব্র তাপপ্রবাহ কোথাও আবার চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
আগামী কয়েক দিন এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে না রাজ্যবাসী। তবে এই পর্বে জ্বলে পুড়ে খাক হচ্ছে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাও। যদিও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভয়াবহ এই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে।