নিজস্ব সংবাদদাতা : আবহাওয়ার খামখেয়ালিপনায় রাজ্যবাসী বেশ অস্থির। কিছুদিন তাপমাত্রা বাড়ার পর হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। দিনের বেলায় রোদে হালকা গরম অনুভূত হচ্ছে, কিন্তু রোদ ফুরিয়ে গেলেই ঠান্ডা লাগছে। গত দু'দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমেছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, তিন দিনের মধ্যে আবার আবহাওয়া বদলাতে চলেছে। তীব্র গরম পড়বে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায়।
/anm-bengali/media/media_files/OUj7OQJDC0YlgU5N7xp0.webp)
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু'দিন রাজ্যে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। তবে পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে এবং গরম অনুভূত হবে। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে।
/anm-bengali/media/media_files/7JA5Usra46FZgulNNj9T.jpg)
এছাড়া, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ কোনও জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই দু'দিন রাজ্যে হালকা শীত অনুভূত হবে। তবে, আগামী সপ্তাহে গরম আরও বাড়তে পারে, তাই রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।