তীব্র তাপপ্রবাহে নাজেহাল বাংলা, জলছত্রের মাধ্যমে বড় উদ্যোগ ঝাড়গ্রাম জেলা পুলিশের

গ্রীষ্মের দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। এরই মধ্যে সাধারণ মানুষের জন্য বড় উদ্যোগ নিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।

author-image
Probha Rani Das
New Update
CddfOVER.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ তীব্র তাপপ্রবাহে স্বস্তি দিতে পথ চলতি সাধারন মানুষজনদের পাশে দাঁড়ালো ঝারগ্রাম জেলা পুলিশ। ঝাড়গ্রাম জেলা পুলিশ জলছত্রের মাধ্যমে পথ চলতি মানুষজন এবং গাড়ি চালকদের জলদান শুরু করেছেন। ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা এবং অন্যান্য পদস্থ আধিকারিকেরা এদিন ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে এই জল দান শুরু করেন।

dghfjjk18.jpg

dghfjjk19.jpg

জেলা জুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ৪৪ থেকে ৪৫ ডিগ্রির তাপমাত্রা জেলায় ঘোরাফেরা করছে। এই পর্যায়ে খুব জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষজন বাইরে বেরোচ্ছেন না। সেই সাধারণ মানুষজনের কথা ভেবেই জেলা পুলিশের এই উদ্যোগ। যতদিন না এই তাপপ্রবাহ কমছে এই পরিষেবা জারি থাকবে বলে জানিয়েছেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার। 

dghfjjk20.jpg

Add 1