নিজস্ব সংবাদদাতাঃ মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটল। নতুন ডিএ অর্থাৎ চার শতাংশ মহার্ঘ ভাতা সহ বর্ধিত বেতন ঢুকেছে রাজ্যের সরকারি কর্মীদের। পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার চার শতাংশ ডিএ-সহ মে মাসের বেতন ঢুকল রাজ্য সরকারি কর্মীদের। অর্থাৎ, এবার রাজ্যের সরকারি কর্মীরা DA পাচ্ছেন মোট ১৪ শতাংশ হারে। রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে ১৪ শতাংশ হারেই তাঁরা মহার্ঘ ভাতা পাচ্ছেন।
এটি ২০২৪ সালের মে মাস থেকেই কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এবার বর্ধিত হারে ডিএ সহ বেতন ঢুকেছে। ফলে সরকারি কর্মচারীদের বেতনের অঙ্কটা খানিক বেড়েছে। মোট টাকার ওপর রাজ্যের সব ধরনের রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে গড়ে ৮০০ টাকার মতো বৃদ্ধি পেয়েছে।
প্রসঙ্গত, মার্চ মাসে রাজ্য অর্থ দফতরের তরফে জানানো হয়েছিল, ২০২৪ সালের ১ মে থেকে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েতের কর্মী, পুরসভার কর্মীদের ৪ শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে। যার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা ১ মে থেকে মোট ১৪ শতাংশ হারে ডিএ পাবেন। এছাড়াও পেনশনভোগীদের ক্ষেত্রেও ৪ শতাংশ করে ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হয়েছে।
সুতরাং, সরকারি কর্মচারীদের গ্রুপ ডি কর্মীদের বেসিক বেতন ১৭ হাজার টাকা হলে DA সহ বেতন বাড়বে ৬৮০ টাকা। অর্থাৎ, একজন গ্রুপ ডি কর্মীর মোট বেতন ২১,৯৭২টাকা হলে, ৪ শতাংশ DA বেড়ে বেতন হবে ২২, ৬৭৬ টাকা।
যদিও রাজ্য সরকারি কর্মচারীরা জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের হারেই তাদের ডিএ দিতে হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় রয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৫০ শতাংশ হারে ডিএ পায়। এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৫০ শতাংশ হওয়ায় হাউস রেন্ট অ্যালোওয়েন্স-সহ আরও অন্যান্য ভাতাও বেড়েছে।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ DA ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ঠিক তার দেড় মাস পর রাজ্য বাজেটে ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করেন তিনি। এরই মধ্যে চলতি বছরের জুলাই মাসে রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মামলা উঠবে সুপ্রিম কোর্টে। এই মামলাটি অবশ্য পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্ত রয়েছে।