দীঘায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের

মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়েছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
b5578979

File Picture

নিজস্ব সংবাদদাতা: দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন সভা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের। হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। আগামী ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। ২৮ ও ২৯ এপ্রিল যথাক্রমে যজ্ঞের মাধ্যমে সনাতন ধর্মের নিয়ম রীতি মেনেই মন্দির প্রতিষ্ঠার কাজ হবে। 

পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দশম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল দীঘা জগন্নাথ মন্দির পার্শ্ববর্তী উজান গেস্ট হাউসে। রাজ্যের ২১টি জেলা থেকে আসেন প্রতিনিধিরা। দীঘা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা ঘিরে সাজো সাজো রব দীঘায়। দীঘায় ইতিমধ্যেই চৈতন্যদার নির্মাণ এর কাজ চলছে। পুরীর প্রধান পুরোহিত দৈতাপতির নির্দেশ মত নিয়ম রীতি মেনেই দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ এর কাজ চলছে। মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়েছে। 

b5667

মন্দির উদ্বোধনের আগে পশ্চিমবঙ্গ রাজ্য ব্রাহ্মণ ট্রাস্টের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ-এর মাসির বাড়ি পর্যন্ত এক বর্ণাঢ্য র‍্যালি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি। কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। বিধায়ক অখিল গিরি বলেন, “জগন্নাথ মন্দির নির্মাণের আগে দীঘায় প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। সব রকম আয়োজন এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সমস্ত কিছুই কাজ হচ্ছে দীঘায়”।

এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন - রাজ্য কমিটির সম্পাদক তপন মিশ্র, পূর্ব মেদিনীপুর শাখার সম্পাদক অশোক পন্ডা, মনিটরিং কমিটির চেয়ারম্যান নির্মল সাউ, রাজ্য উপদেষ্টা মন্ডলীর অন্যতম নেতৃত্ব ইন্দ্রনীল মুখার্জি সহ বিশিষ্ট জনেরা।