নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ আট বছর দক্ষতার সঙ্গে পরিষেবা প্রদান করার পর ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারী অবসর নিয়েছে মাইন প্রটেক্টেড ভেহিকল। ২০০৬ সালের ৩ মে পশ্চিমবঙ্গ পুলিশে (West Bengal Police) যোগ দেয় এই অ্যান্টি ল্যান্ড মাইন গাড়িটি। তারপর থেকে মাওবাদী অধ্যুষিত শালবনী (Shalbani), পীড়াকাটা এলাকায় দীর্ঘদিন পরিষেবা দিয়েছে এই গাড়ি। বহুবার মাওবাদী হামলা, বন্দুকের গুলি, ল্যান্ডমাইন, RDX, ডিনামাইটের মুখোমুখি হয়েছে।
কিন্তু কোনো কিছুই এই গাড়িকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে পারেনি। সেই গাড়ি এবার মর্যাদার সঙ্গে পাকাপাকি জায়গা পেল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দপ্তরে। সুসজ্জিত এই অ্যান্টি ল্যান্ড মাইন গাড়িটি এবার থেকে দেখা মিলবে জেলা পুলিশ সুপার দপ্তরেই।পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার ফিতে কেটে এই গাড়িটিকে নিজের অফিসে স্থায়ীভাবে সুসজ্জিত করে রাখলেন। পুলিশ সুপারের সঙ্গে অনান্য পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন এদিন।