আর ১০০০-১২০০ নয়, ফের বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! বিরাট পরিকল্পনা সরকারের

সাধারণ মানুষদের সুযোগ সুবিধার জন্য বিশেষ কিছু প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকার। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।

author-image
Probha Rani Das
New Update
cmmamataer.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সাধারণ মানুষদের সুযোগ সুবিধার জন্য বিশেষ কিছু প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকার। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব আরও বৃদ্ধি পায়। এরপর এই প্রকল্প নিয়ে আরো বিশেষ পরিকল্পনা শুরু করেছে রাজ্য সরকার।

mamatacmfk1.jpg

লক্ষ্মীর ভাণ্ডারের ওপরে নির্ভর করে লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস নতুন সরকার গঠন করার পর রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে শক্তিশালী করে তুলতে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা পরবর্তীকালে রাজ্য সরকারের জন্য মাস্টারস্ট্রোক হয়ে ওঠে।

পূর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পেতেন মহিলারা। এছাড়াও এই প্রকল্পে তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের জন্য ১০০০ টাকা করে দেওয়া হত। তবে এই টাকার পরিমাণ লোকসভা ভোটের আগেই ১০০০ এবং ১২০০ টাকা করার ঘোষণা করেন তিনিযার ফলেই রাজ্যে লোকসভা ভোটে তৃণমূল ভাল ফলাফল করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

d

সূত্রের খবর, বর্তমানে রাজ্যের প্রায় ২ কোটি ১১ লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেসরকারের তরফে গত ১ এপ্রিল থেকেই এই প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে তবে এই প্রকল্পের টাকা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। আগামী দিনে এই প্রকল্পের অধীনে ১৫০০-২০০০ টাকা পর্যন্ত বাড়াতে পারে রাজ্য সরকার। কিন্তু এই বিষয় নিয়ে এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি।