পশ্চিমবঙ্গ: পঞ্চম দফার ঠিক আগে টাকার পাহাড় উদ্ধার- পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে পূর্ব মেদিনীপুরের ১১৬ বি জাতীয় সড়কে খেজুরি থানার নাকা চেকিং-এ কাঁথির যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে খাম বন্দি প্রায় ৯ লক্ষ টাকা। সবকটি খামে ৫০০ টাকার ২০ টি নোট অর্থাৎ ১০০০০ করে আছে।

author-image
Aniket
New Update
aaaaaaaaaaaaaaaa

File Picture

কাঁথি, পূর্ব মেদিনীপুর: নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে, পূর্ব মেদিনীপুর জেলার ১১৬ বি জাতীয় সড়ক, খেজুরি থানার নাকা চেকিং পয়েন্টে উদ্ধার হল খাম বন্দি প্রায় ৯ লক্ষ টাকা। জানা গিয়েছে, আজ দুপুর ২ টো নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতাগামী একটি বাসে তল্লাশী চালায় পুলিশ আধিকারিকেরা। তল্লাশি চালিয়ে উদ্ধার করে টাকা ভর্তি দুটি ব্যাগ। দেখা গিয়েছে, একটি ব্যাগে ৭ লক্ষ ৪৫ হাজার টাকা ( ৭৪ টি খামে ২০ টি করে ৫০০ টাকার নোট অর্থাৎ দশ হাজার করে প্রতি খামে ও ১ টি খামে ১০ টি ৫০০ টাকার নোট অর্থাৎ পাঁচ হাজার টাকা) উদ্ধার হয়। এই নোট ভর্তি ব্যাগটি উদ্ধার হয়, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বিলাসপুরের বাসিন্দা ইন্দ্রজিৎ দাস-এর কাছ থেকে।

স

যা তার নিজের বলে স্বীকার করে নেয় ওই যুবক। যুবকের পাশে গাড়ির মধ্যে থাকা অপর একটি ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে, একইভাবে খাম বন্দি ১ লক্ষ ৫৪ হাজার টাকা ও বিজেপি'র দলীয় পতাকা, ব্যাজ ও একটি ছাতা। কিন্তু এই ব্যাগটি তার নয় বলে দাবি করে ওই যুবক। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে ওই যুবকের জবানবন্দি নিয়ে, মালিকাধীন ৭ লক্ষ ৪৫ হাজার টাকা ও মালিকানাহীন ১ লক্ষ ৫৪ হাজার টাকা ট্রেজারিতে জমা করার ব্যাবস্থা করে আধিকারিকগণ। নির্বাচনের ঠিক আগের মুহূর্তে খাম বন্দি এই টাকা কোনো রাজনৈতিক দলের প্রচারে ব্যাবহার করার কোনো পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Add 1

 West Bengal | money | Kanthi | purba mdinipur | lok sabha election 2024  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . .