কোন কোন জায়গায় আজ মানববন্ধনের ডাক? দেওয়া রইল সম্পূর্ণ তালিকা

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে আজ মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
fvbjlkn;m'

নিজস্ব সংবাদদাতা: আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তার জেরে আজও তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামতে চলেছে বহু মানুষ। আজ যে যে জায়গায় কর্মসূচির আয়োজন করা হয়েছে তার সম্পূর্ণ তালিকা দেওয়া হলো। 

 

 

  1. কলেজ স্ট্রিট
    2.অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
    3. যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড
    4. বিশ্ববাংলা গেট
    5. সিঁথির মোড়
    6. বারাসাত ডাকবাংলো মোড়7.  লর্ডস মোড়, লেক গার্ডেন্স
    8. কলেজ স্ট্রিট, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট ক্রসিং. করুণাময়ী, সল্ট লেক
    9. শখের বাজার, বেহালা
    10. রুবি মোড়, কলকাতা 11.  মন্দিরতলা, হাওড়া
    12. পর্ণশ্রী, বেহালা বাস স্ট্যান্ড
    13. লর্ড’স বেকারি মোড়
    14. সল্ট লেক পিএনবি

hmnd

 

 

 

15. বেহালা কদমতলা
16. বাঘাযতিন স্টেট জেনারেল হসপিটাল।
17.গড়িয়া, বোড়াল, রক্ষিতের মোড়
18.গড়িয়া মোড়
19.সোনারপুর স্টেশন
20.হরিনাভি মোড়
21.শ্যামবাজার
22.মৌড়িগ্রাম, হাওড়া
23.লেকটাউন ঘড়ির মোড়
24.রাসবিহারী
25.গড়ফা বাজারের সামনে
26.দানেশ শেখ লেন বাসস্ট্যান্ড
27.দমদম স্টেশন (রিলায়ন্স ট্রেন্ডস) থেকে 28.নাগেরবাজার
29.গার্ডেনরিচ বাঁধা বট তলা 
30.গার্ডেনরিচ কাচ্চি সড়ক
31.নিউটাউন অ্যাকশন এরিয়া ১
লেকটাউন ঘড়ি মোড়
32.বেথুন স্কুলের সামনে
33.আন্দুল বাসস্ট্যান্ড 
34. ফুলবাগান মোড়
35.কল্যাণী 
36. ঘড়ির মোড়, চুঁচুড়া
37. কল্যাণপুর হাউসিং, আসানসোল38.  ⁠দাঁইহাট রাজবাড়ি মোড়, বর্ধমান
39. বালুরঘাট 
40..  ⁠বহরমপুর চৌতারা 
41.  ⁠বিশ্রামতলা মোড়, কান্দি
42. কালিবাড়ী, গোবরডাঙা
43. আগরপাড়া 
44. ঝাড়্গ্রাম
45. চতুরঙ্গ ময়দান,  দুর্গাপুর 
46. নোয়াপাড়া থানার পাশে
47. বারাকপুর স্টেশন১ নং প্ল্যাটফর্ম  চত্বর
48. রহড়া বাজার মোড়
49. চাঁচাই, বারোয়ারিতলা, পূর্ব বর্ধমান
50. সোদপুর ট্রাফিক মোড়
51. মধ্যমগ্রাম চৌমাথা
52. গান্ধী মূর্তির পাদদেশ, শিলিগুড়ি
53. ক্যানিং হসপিটাল মোড়
54. শিবতলা, ধান্যকুড়িয়া
55. দোলতলা থেকে কাটাখাল, মধ্যমগ্রাম। 
56. কদমতলা পাওয়ারহাউস, হাওড়া
57. পলতা এস বি আই
58. রিলাইফ হসপিটাল থেকে গৌরী সিনেমা হল, উত্তরপাড়াকলেজ হল্ট, আলিপুরদুয়ার
59. বারাসাত স্টেশন ১ নং থেকে কলোনি মোড়। 
60. বাগুইয়াটি নেতাজি মূর্তি থেকে চিনার পার্ক হয়ে জোড়ামন্দির। 
61. জে এন হাসপাতালের হাসপাতালের মেইন গেট থেকে কল্যাণী মেইন স্টেশন।
62. নর্থল্যান্ড বড় গেটের গেটের সামনে, ইছাপুর
63. গান্ধী মোড়, কাঁচড়াপাড়া। 
64. নিউ ব্যারাকপুর মিনি বাস স্ট্যান্ড
65. চৌরঙ্গী মোড়, রানাঘাট
66. জামরুলতলা, সেন্ট্রাল সিঁথি
67. নেতাজী মোড়, মালদা
68. ৮নং মোড়, অশোকনগর কল্যাণগড়।
69. বাঁকুড়া কলেজ মোড় থেকে মাচানতলা মোড়
70. বিবেকানন্দ রোড ক্রসিং
71. চন্দননগর স্ট্র্যান্ড, জোড়া ঘাট
72. বটতলা, শ্রীরামপুর
73. ধর্মতলা মেট্রো চ্যানেল
74. এয়ারপোর্ট নং ১ ট্যাক্সি স্ট্যান্ড
75. বজবজ চৌরাস্তা
76. পোস্ট অফিস মোড়, কৃষ্ণনগর
77. হাজরা মোড়
78. ঢাকুরিয়া বাস স্ট্যান্ড
79. রাসবিহারী
80. সিঁথি রায়পাড়া ময়দান
81. বিরাটি বণিক মোড়
82. ডোমজুড়
83. হাওড়া নতুন রাস্তা মোড়
84. ভদ্রেশ্বর বাজার
85. নিউ ব্যারাকপুর মিনি বাসস্ট্যান্ড 
86. উত্তরপাড়া 
87. হরিদেবপুর ৪সি বাসস্ট্যান্ড 
88. বীরহাটা
89. কেষ্টপুরে ভি আই পি মোড়
90. সাঁতরাগাছি মোড়
91. জনতার আদালত - চন্দননগর জোড় ঘাট 
92. নীলদর্পন চত্বর, বনগাঁ 
93. বাদামতলা
94. কানাইপুর, নবগ্রাম 
95. সাদিয়া চৌরাস্তা 

 

it workers protest


96. সিউড়ি বেনীমাধব মোড়
97. কলকাতা এয়ারপোর্ট এক নম্বর গেট
 98. নোদাখালি
99.বজবজ
100.  বাসন্তী কলোনি উল্টোডাঙা
102. ভাঙড়
 103. চম্পাহাটি
104.তাহেরপুর নেতাজি পার্ক,নদীয়া 

পশ্চিমবঙ্গের বাইরে-

104.মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্ট
105. আরারিয়া, বিহার
106.সুভাষ চৌরাহা, এলাহাবাদ
107. দাদর ইস্ট, বম্বে 
108. আম্বেদকর স্ট্যাচু, লিবার্টি চৌরাহা, হায়দ্রাবাদ