পশ্চিমবঙ্গ: ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একাধিক মৃত্যু

হলদিয়া মেছাদা ১১৬ নং জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি দুই জন।

author-image
Aniket
New Update
x

তমলুক: হলদিয়া মেছাদা ১১৬ নং জাতীয় সড়কে নন্দকুমারের  দিক থেকে নিমতৌড়ির দিকে স্কুটিতে করে স্ত্রী এবং দুই বাচ্চাকে নিয়ে আসছিলেন এক ব্যক্তি। তমলুক নিমতৌড়ির কাছে সিগনাল থাকায় দাঁড়িয়ে পড়েন তিনি। পিছন দিক থেকে একটি  ট্যাঙ্কার সজরে ধাক্কা মারে স্কুটিতে। ঘটনাস্থলে একজন শিশুসহ দুজনের মৃত্যু।

এবং দুইজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এবং হসপিটালে পাঠানো হয়েছে। ১১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে রাখেছেন এলাকার বাসিন্দারা। এলাকার মানুষের দাবি ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে।  উত্তর সোনামুই অঞ্চলের উপপ্রধান লক্ষণ দাস বলেন ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এত বড় ঘটনা। এই এলাকায় দ্রুত ফ্লাইওভারের দাবি জানাচ্ছি। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ।