নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার ভাঙড়ের পর আজ শনিবার ক্যানিংয়ে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মনোনয়ন পর্বে উত্তপ্ত হয়েছিল ক্যানিং। ক্যানিংয়ে পৌঁছে প্রথমে বিডিও অফিসে যান তিনি। কথা বলেন সরকারি কর্তাদের সঙ্গে। সেখানে তিনি স্পষ্ট বার্তা দেন, হিংসা বরদাস্ত করা হবে না। হাইকোর্টের নির্দেশ মানতে হবে। একইসঙ্গে রাজ্যপাল বলেন, "গণতন্ত্রে ভয়ের জায়গা নেই। রাজনীতিতে পেশি শক্তির ব্য়বহার হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। এদিন ক্যানিংয়ে পৌঁছে সেচ দফতরের বাংলোতে যান রাজ্যপাল।"
তিনি আরও বলেন, "দুর্ভাগ্যবশত, আমি যে সব এলাকা পরিদর্শন করেছি, সেখানে গণতন্ত্রের অবনতি দেখেছি। আমি জনগণের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মাননীয় হাইকোর্ট কিছু পদক্ষেপ গ্রহণের রায় দিয়েছেন, আমরা অবশ্যই তা করব। নৃশংসতা, ভীতি প্রদর্শন ও সহিংসতা সহ্য করা হবে না।"