নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্বাচনী প্রচার এবং রাজনৈতিক উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলির দুর্নীতি, সহিংসতা এবং অপব্যবহার বন্ধ করতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
/anm-bengali/media/media_files/Hk40rKHbKdGvtsjd0hvh.jpg)
রাজ্য সরকারের দেওয়া নয় পাতার চিঠির পরেই নির্দেশ পাওয়া গেছে রাজভবন থেকে।
/anm-bengali/media/media_files/Tkj1R0xvdemlmWY0QEnV.jpg)
রাজভবন সূত্রে খবর, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে, এক সদস্যের কমিশনের নেতৃত্বে তদন্ত করা হবে এই বিষয়ের।
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)