নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার সন্দেশখালির হিংসা কাণ্ড নিয়ে দেশ জুড়ে উত্তেজনা তুঙ্গে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বেড়মজুর গ্রামে স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই ঘটনার জেরে সুপ্রতিম সরকার (এডিজি, দক্ষিণবঙ্গ), ভাস্কর মুখোপাধ্যায় (ডিআইজি, বারাসত রেঞ্জ) গ্রামবাসীদের শান্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)