নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “দল বা কেন্দ্রীয় সরকার এই রাষ্ট্রপতি শাসন জারির কোনও পদক্ষেপ নেবে না। কারণ তাদের একটাই উদ্দেশ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির মেরুকরণের রাজনীতি হোক, যাতে ভোটের সময় উভয়েই লাভবান হতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী মোদী দুজনেই জানেন যে সাম্প্রদায়িক মেরুকরণের কারণে ২০২১ সালে তারা জিতেছেন। ওদের (বিজেপি) সাহস নেই। নির্বাচনী মেরুকরণ দু'জনকেই (বিজেপি ও তৃণমূল) মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানানসই।”