নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রবিবার গভীর রাতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রশাসন অভাবী মানুষের পাশে দাঁড়াবে। যে ক্ষতি হয়েছে তা আমরা জানি। সবচেয়ে বেশি যে ক্ষতি হয়েছে তা হলো প্রাণহানি। বিপর্যয় মোকাবিলার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক, নার্স ও হাসপাতালকর্মীরা কাজ করছেন। এরই মধ্যে উদ্ধার অভিযান শেষ হয়েছে।"