নিজস্ব সংবাদদাতাঃ বিভিন্ন বিষয় নিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা চলছে হাইকোর্টে। যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে টানাপোড়েনের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এরইমধ্যে রাজ্যে প্রচুর পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এসেছে।
জানা গিয়েছে, রাজ্যে ৬০০০ এরও বেশি শূন্যপদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যে শূন্যপদে কয়েক হাজার কর্মী নিয়োগ সংক্রান্ত ঘোষণা করা হয়েছে। তাই বলা যেতে পারে, পুজোর আগেই পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের জন্য এটা বড় সুখবর।
প্রসঙ্গত, রাজ্যে মোট ৬,৬৫২টি শূন্যপদে নিয়োগ করা হতে চলেছে। এর আগেও শূন্যপদে নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি সামনে এসেছে। তবে খুব শীঘ্রই এই নিয়োগ নিয়ে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাবে। সুতরাং, খুব শীঘ্রই চাকরি পাবে রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ে।
রাজ্যের এই শূন্যপদ গুলোর মধ্যে রয়েছে- রাজ্যের পঞ্চায়েত দফতরে গ্রুপ-ডি, পিওন, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রাম পঞ্চায়েত কর্মী, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক-কাম- টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফর্মেটিক্স অফিসার। অর্থাৎ রাজ্যের এই শূন্যপদ গুলোতে বিপুল পরিমাণে নিয়োগ হতে চলেছে।
প্রসঙ্গত, এই শূন্যপদে আবেদন করতে আবেদনকারীকে বিশেষ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল শিক্ষাগত যোগ্যতা। এই শূন্যপদ গুলোর মধ্যে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পদ ছাড়া অন্যান্য পদ গুলোর জন্য আবেদনকারীর কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের অধীনে কোনো ইনস্টিটিউট থেকে স্নাতক পাশ করলেও আবেদনকারীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।