এবার রাখীর সুতোয় প্রতিবাদের আগুন!

বঙ্গ বিজেপির নতুন পোস্ট।  

author-image
Shroddha Bhattacharyya
New Update
Rakhi Purnima

নিজস্ব সংবাদদাতা: আজ রাখী উৎসব।

sdfghj

 ইতিহাস ঘাঁটলে দেখা যায় ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় রাখীর সুতো দিয়েই এপার বাংলা ও ওপার বাংলার মানুষকে গানে কবিতায় বেঁধেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবার রাখী হয়ে উঠবে প্রতিবাদের ভাষা। বঙ্গ বিজেপির সমাজমাধ্যমে পোস্ট করে জানানো হলো এই কথা।