নিজস্ব সংবাদদাতা: বিজেপির পশ্চিমবঙ্গ শাখা টুইট বার্তায় দাবি করেছে, মোদী সরকারের পাঁচটি প্রকল্প সারা বিশ্বকে চমকে দিয়েছে। এই প্রকল্পগুলির তালিকায় পশ্চিমবঙ্গের বিজেপি শাখা রেখেছে অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ে। পাশাপাশি রয়েছে পামবান সেতু। এছাড়াও আছে চার ধাম সড়ক, সেলা টানেল ও মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক।
অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ের দৈর্ঘ্য প্রায় ২,০০০ কিলোমিটার। আনুষ্ঠানিকভাবে এই রাজপথটিকে ন্যাশনাল হাইওয়ে ৯১৩ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্ত পর্যন্ত এই সড়ক পথটি গিয়েছে। এরফলে অরুণাচল প্রদেশের সীমান্তে সহজেই সেনা নিয়ে যাওয়া সম্ভব হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করবে তা বলার অপেক্ষা রাখে না।