নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ সফরে এসেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের নদিয়ায় একটি জনসভায় ভাষণ দিয়েছেন অমিত শাহ।
![vnbmk10.jpg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/q4G0BfyCcMjro9cCBdBU.jpg)
তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে ধর্মের ভিত্তিতে মহিলাদের শোষণ করা হয়েছে এবং এটি তাঁর নিজের নেতারা করেছেন। ঘটনার তদন্ত করছে সিবিআই। বাংলার মহিলাদের এখন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সন্দেশখালির ঘটনায় প্রত্যেক অভিযুক্তকে আমরা শাস্তি দেব।”
![vnbmk9.jpg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/MRSIahobTmZJLUrOvRtW.jpg)
![Add 1](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)