তীব্র তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

তীব্র তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস।

author-image
Probha Rani Das
New Update
rain1674384089

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ক্রমাগত বেড়ে চলেছে রোদের তাপ। গ্রীষ্মের দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। কয়েক সপ্তাহ আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে এখনও দেখা মেলেনি। বর্ষার অপেক্ষায় চাতক পাখির মত চেয়ে আছে দক্ষিণবঙ্গ।

e429ots8_kerala-rains_625x300_30_May_24.webp

আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। ভারতের মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী চার-পাঁচদিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বর্ষা প্রবেশ করবে।

তবে দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ বজায় থাকবে বলে জানা গিয়েছে। আগামী কয়েকদিনে রাজ্যে গরমের তেজ আরও বাড়বে। এরই মাঝে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে অস্বস্তিজনক আবহাওয়া থেকে এখনই মুক্তি পাবে না দক্ষিণবঙ্গের মানুষ।

Add 1