আগাছায় ভরেছে ইকো ট্যুরিজম পার্ক, বন্ধ বোটিং, বড়দিনের আগে হতাশ পর্যটকেরা

হতাশ পর্যটকেরা।

author-image
Adrita
New Update
j

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের হরিসিংহপুর এলাকায় বামফ্রন্ট সময়কালে তৈরি করা হয়েছিল ঘাটাল ইকো ট্যুরিজম পার্ক। ঘাটাল পৌরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে কোন পার্ক না থাকায় একমাত্র ১৩ নম্বর ওয়ার্ডের সীমান্তে অবস্থিত এই ইকো ট্যুরিজম পার্ক খুবই গুরুত্বপূর্ণ। পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতি, পার্ক দেখভালের জন্য রয়েছে চারজন  কর্মী।

পার্কের চতুর্দিকেই রয়েছে জলাধার, শিশুদের আকর্ষণ বাড়াতে রাখা ছিল ময়ূর, পাখি, কচ্ছপ, বর্তমানে পার্কের মধ্যে আর কিছুই নেই। দু'বছর আগে  শিলাবতী নদীর বাঁধ ভেঙে ডুবেছিল পার্ক তারপর আর পার্ক সংস্কার করা হয়নি। দশ টাকা টিকিট কেটে পার্কে ঢুকে হতাশ হচ্ছেন পর্যটকেরা। বড়দিনের আগে ঘাটাল ইকো ট্যুরিজম পার্ক সংস্কারের দাবি পর্যটকদের।