পিওকে-তে একের পর এক বাঙ্কার গুঁড়িয়ে দিল ভারত, উত্তেজনা তুঙ্গে
করাচি থেকে পুঞ্চ—দু’মুখে পাকিস্তানকে জবাব দিল ভারতীয় সেনা
জম্বুতে ফের বিস্ফোরণ— ভোর হতেই কেঁপে উঠল গোটা শহর
দোকান ভাঙল, গাড়ি জ্বলল—জম্মু সীমান্তে পাকিস্তানের উসকানিমূলক শেলিং
জয়সলমেরে পাকিস্তানি ড্রোন ধ্বংস, বললেন স্থানীয়রা—"ভয় নেই, সেনার উপর ভরসা আছে"
পাকিস্তানের ড্রোন হামলা রুখে দিল ভারতীয় সেনা, এক রাতেই ধ্বংস ৫০টির বেশি ড্রোন
এক রাতেই বদলে গেল চিত্র! প্রশাসনের নির্দেশে উধমপুরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
যখন তখন বিপদের আশঙ্কা! রাজস্থানে আচমকা রেড অ্যালার্ট জারি
মুজাফফরাবাদ এবং অন্যান্য অঞ্চলে ভারত আঘাত হানে

ঘন মেঘের ঘটা! তেড়ে আসছে বৃষ্টি

কোথাও মেঘ জমেছে আকাশে আবার কোথাও ঝড় শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ জুড়ে আজ বৃষ্টি হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই সেই আবহ তৈরি হয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
rainb

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি আবার বইবে দমকা হাওয়া। ইতিমধ্যে আকাশে মেঘের ঘনঘটা। আসানসোল থেকে আমাদের নিজস্ব প্রতিনিধির ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে। ঝড় উঠেছে এবং সেই সঙ্গে আকাশ কালো করে জমেছে মেঘ। ফলে ঝড়ের কারণে গরমের দাপট অনেকটাই কমে এসেছে। এর ফলে ঠান্ডার অনুভূতি হচ্ছে।