নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে বর্ষার প্রবেশ ঘটলেও এখনও পর্যন্ত ভারী বৃষ্টির মুখোমুখি হয়নি রাজ্যবাসী। তবে জানা গিয়েছে জুলাই মাসের শেষের দিকে বর্ষার প্রভাব রাজ্যে দৃঢ় হতে চলেছে। চলতি সপ্তাহে গোটা রাজ্য জুড়েই চলবে বর্ষার দাপট।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে পারে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামেও বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।