নিজস্ব সংবাদদাতাঃ তীব্র দাবদাহে জ্বলছে গোটা রাজ্য। চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প-পূর্ণ হাওয়ার দাপট রয়েছে রাজ্যে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টির আর বেশি দেরি নেই।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সন্ধ্যের পর কলকাতায় গরমও কমতে পারে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে আজ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। আগামীকাল থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।