ঝেঁপে আসছে বৃষ্টি, তৈরি থাকুন!

দক্ষিণবঙ্গে আবারও আসছে বৃষ্টি। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
rainbe

নিজস্ব সংবাদদাতা: সাগরে ফের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই নিম্নচাপের জেরে চলতি মাসের ১০ থেকে ১৩ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ও আগামীকাল, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহের রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সকল জেলাতেই। বাদ যাবেনা কলকাতাও। ভাদ্র মাসের এই প্রবল গরমে খানিকটা সময়ের জন্য রেহাই পাবেন বঙ্গবাসী। 

e429ots8_kerala-rains_625x300_30_May_24.webp

বর্তমানে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩০ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির নীচে নামছে না। তবে দিনের অধিকাংশ সময়ই আকাশ মেঘলা থাকছে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। এর সঙ্গে আর্দ্রতার কারণে সাধারণ মানুষের অসুবিধা ও অস্বস্তিও বেড়ে গেছে। উত্তরবঙ্গে যখন এই মুহূর্তে মাঝারি বৃষ্টির দাপট চলছে, তখন দক্ষিণবঙ্গে এই ভ্যাপসা গরম থেকে মুক্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। স্বাভাবিকভাবেই বৃষ্টির দিনগুলোতে তাপমাত্রা বেশ খানিকটা কমবে বলেই জানা গিয়েছে। 

publive-image

বিস্তারিত বলতে গেলে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। আগামী ৩৬ ঘণ্টায় নিম্নচাপের শক্তি আরও বাড়বে ও ঘনীভূত হবে নিম্নচাপ এবং এর ফলে ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে ১০ তারিখ উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে।