স্বস্তির বাতাবরণ জেলায়, আজও রয়েছে পূর্বাভাস

এই এলাকা গুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
hgjufferrfe.png

File Picture

দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: স্বস্তির আবহাওয়া পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলা ও তার পার্শ্ববর্তী এলাকায়। আজ এই এলাকা গুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এক কথায় বলা যায় দুই দিনের কালবৈশাখীতে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছে। সকাল থেকে ঠান্ডা বাতাস বইছে। ঝলমলে মেঘ রোদের খেলা। একেবারে মনোরম পরিবেশ। গতকাল রাত্রী এগারোটার পর ব্যাপক বৃষ্টি হয়েছে ডেবরা ও তার পার্শ্ববর্তী এলাকায়।

WhatsApp Image 2024-05-08 at 07.05.41.jpeg

সব মিলিয়ে বলা যায় কয়েকদিনের তীব্র গুমোট হাঁসফাঁস আবহাওয়া থেকে মুক্তি জেলাবাসীর। তবে দু:খের খবর গত দুদিনের কালবৈশাখীর দাপটে ডেবরা ও পিংলায় বাজ পড়ে দু’জন প্রাণ হারিয়েছেন। একাধিক জায়গায় প্রচুর গাছ ভেঙেছে। ইলেকট্রিক তার ছিঁড়েছে। কয়েকটা জায়গায় দুই দিন হতে চললো এখনও ঠিকমতো বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি।

WhatsApp Image 2024-05-08 at 07.05.40.jpeg

WhatsApp Image 2024-05-08 at 07.05.41 (1).jpeg

Add 1