নিজস্ব সংবাদদাতা: রবিবার সকাল থেকেই জলপাইগুড়িতে মেঘলা আকাশ, শিশির ভেজা ঘাস জানান দিচ্ছে পুজোর আর হাতে গোনা কয়েকদিন। প্রচন্ড দাবদাহের পর অবশেষে স্বস্তি মিলল জেলাবাসীর। দীর্ঘ টানা কয়েকদিন সূর্যের প্রচন্ড তাপমাত্রার কারণে জনজীবন হাঁসফাঁস হয়ে ওঠে জেলার। শনিবার রাত থেকে মেঘলা আকাশ এবং জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। রবিবারও সকালে দেখা গেল মেঘলা আকাশের সাথে কুয়াশা মাখা দিন। সঙ্গে রয়েছে শিশির বিন্দু। স্বাভাবিক ভাবেই এরকম আবহাওয়া মন কেড়েছে জলপাইগুড়ি বাসীর।