নিজস্ব সংবাদদাতাঃ ভোট মিটলেও অশান্তি অব্যাহত বিভিন্ন জেলায়। এবার তৃণমূল ও কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে অশান্তির অভিযোগ পাইকর থানা এলাকার কুতুবপুরে। অভিযোগ, ঝামেলা চলাকালীন বোমাবাজিও হয়। তাতে এক নাবালক ও চারজন তৃণমূল সমর্থক জখম হন। আহত নাবালককে পাইকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় কুতুবপুর গ্রামে দুই দলের সমর্থকরা নিজেদের মতো করে ভোট পরবর্তী আলোচনায় ছিল। অভিযোগ, আচমকা দুই পক্ষের মধ্যে ঝামেলা লেগে যায়। বাকবিতণ্ডা মুহূর্তে হাতাহাতির চেহারা নেয়। এরইমধ্যে কয়েকজন বোমাবাজিও শুরু করেন বলে অভিযোগ। অশান্তির সময় পরপর পাঁচটি বোমা পড়ে এলাকায়। নাবালকের মাথায় চোট লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি টিম। পুনর্নির্বাচনের আগে এই ঘটনার জেরে গ্রামে চলছে পুলিশি টহলদারি।