নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, "যখন সমগ্র রাজ্য মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং দ্ব্যর্থহীনভাবে আরজি করের ধর্ষণ ও হত্যার ঘটনার তদন্তকে বাধা দেওয়ার প্রচেষ্টার নিন্দা করছে, তখন তিনি নির্লজ্জভাবে উদযাপনের মেজাজে মেতে রয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্লজ্জতা সর্বজনবিদিত। নন্দীগ্রামে আমার কাছে পরাজিত হয়ে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করেন।
যখন বাংলার কন্যারা বেদনা ও যন্ত্রণায় কাতরাচ্ছে তখন এইভাবে তার পক্ষে চিকেন বিরিয়ানির সাথে 'কন্যাশ্রী দিবস' উদযাপন করা সম্ভব।
ছিঃ মমতা ছিঃ"
One has to be utter shameless to get into celebratory mode when the whole state is distressed about safety of women and unequivocally condemning the attempt to botch up the investigation of the harrowing R.G. Kar rape & murder incident.