নিজস্ব সংবাদদাতা: কথা রাখলেন রাজ্যপাল। শুধু সন্দেশখালি নয়, চোপড়াতেও গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সার্কিট হাউসে ইতিমধ্যেই পৌঁছেছেন তিনি।
যা জানা যাচ্ছে, চোপড়া এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ড্রেনেজ সম্প্রসারণের সময় মাটির ঢিবি পড়ে যাওয়ার ঘটনায় প্রাণ হারায় চার শিশু। সেই চার শিশুর পরিবারের সদস্যদের সাথেই দেখা করবেন তিনি। এই ঘটনায় সরাসরি বিএসএফের বিরুদ্ধে অভিযোগ এনেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এমনকি তৃণমূল বারবার প্রশ্ন তুলেছিল, যে রাজ্যপাল যদি সন্দেশখালি যেতে পারেন, তাহলে চোপড়া কেন নয়? আর এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতেই চোপড়ায় পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।