নিজস্ব সংবাদদাতাঃ সোমবার বিকেল থেকে অবিরাম বৃষ্টি। আর তাতেই একেবারে জল থইথই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাসপাতাল চত্বরে জমে গিয়েছে জল। হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে ঢুকে গিয়েছে জল। নাজেহাল অবস্থা রোগী ও তাঁদের পরিজনদের। হাসপাতালের একতলায় যে ঘরগুলো রয়েছে, সেগুলোর অনেকগুলোতেই জল ঢুকে গিয়েছে। গোড়ালির উপর উঠে গিয়েছে জল। তার মধ্যেই চলছে রোগী পরিষেবা। কোথাও দেখা গেল হাসপাতালের ভিতরে রোগীকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পরিজনরা। আবার কোথাও দেখা গেল রোগীকে কোনওক্রমে স্ট্রেচারে শুইয়ে নিয়ে আসছেন পরিজনরা। এক বৃদ্ধাকে জলমগ্ন হাসপাতাল চত্বরে হুইল চেয়ারে একপ্রকার অসহায় অবস্থাতেই বসে থাকতে দেখা গেল। গোটা হাসপাতাল চত্বরেই এই দশা। আর এই গোটা ঘটনায় বেশ অস্বস্তির মধ্যে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।