নিজস্ব সংবাদদাতা : দিল্লির গীতা কলোনির কৃত্রিম ঘাটে আজ ছটপূজা উদযাপন করতে গিয়ে বিপত্তির সম্মুখীন হলেন বহু ভক্ত। ঘাটের জল খালি দেখে হতাশ ভক্তরা ক্ষোভ প্রকাশ করেন। একজন ভক্ত বলেন, "আমরা উত্সব উদযাপন করতে চেয়েছিলাম, কিন্তু জল সরবরাহ না থাকায় আমাদের পরিকল্পনা ভেস্তে গেল। সূর্য অস্ত যাচ্ছে, আর 'অর্ঘ্য' দেওয়ার সময় চলে যাচ্ছে।" তিনি আরও অভিযোগ করেন, "যদি আগে জানানো হত, আমরা টবে বা ছাদে জল পূর্ণ করে পুজো করতে পারতাম। আমাদের অপমান করা হচ্ছে, এবং বিধায়ক ফোন ধরছেন না।"
এদিকে, স্থানীয় প্রশাসন বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভক্তদের অভিযোগ, ছটপূজা উপলক্ষে জল সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই নেওয়া উচিত ছিল, যাতে তারা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার সম্পন্ন করতে পারেন।