জলকষ্ট! সমাধান করলেন বিধায়ক

দক্ষিণ বারাসাত জনস্বাস্থ্য কারিগরি দফতরের যে আর্সেনিক মুক্ত পানীয় জলের রিজার্ভার আছে, সেখান থেকে অস্থায়ী জলের ট্যাঙ্কের মাধ্যমে এই পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন বিধায়ক।

author-image
Pallabi Sanyal
New Update
water

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : গরমে জলের হাহাকার চারিদিকে। জায়গায় জায়গায় ধরা পড়ছে জলকষ্টের ছবি। আর জলের সমস্যার সমধান করতে ঘটছে বিক্ষোভ-প্রতিবাদের ঘটনা। এমনই ছবি এবার ধরা পড়লো দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। জলকষ্টের কথা বিধায়কের কানে পৌঁছতেই হল ব্যবস্থা।  বিস্তীর্ণ এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের সহায়তায় পানীয় জল পৌঁছে দেওয়া হল গ্রামে-গ্রামে।দক্ষিণ বারাসাত জনস্বাস্থ্য কারিগরি দফতরের যে আর্সেনিক মুক্ত পানীয় জলের রিজার্ভার আছে, সেখান থেকে অস্থায়ী জলের ট্যাঙ্কের মাধ্যমে এই পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন বিধায়ক।