পানীয় জলের দাবিতে রাস্তায় নামলো মানবাজারের স্থানীয় বাসিন্দারা

অবরুদ্ধ হয়ে পড়ে মানবাজার দোলাডাঙ্গা যাওয়ার রাস্তা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
a35890kk

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভরা গ্রীষ্মে গত ৭ দিন ধরে মানবাজার শহর এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। তার ফলে ভোগান্তিতে পড়েছে এলাকার বাসিন্দারা। এবার পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মানবাজার মাঝপাড়া এলাকার মহিলারা।

এদিন অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে মানবাজার দোলাডাঙ্গা যাওয়ার রাস্তা। পরবর্তীকালে মানবাজার থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে, পানীয় জলের ট্যাঙ্কার পাঠানোর বন্দোবস্ত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
তবে আর কত দিন নির্জলা রইবে মানবাজার এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

road

যদিও ওই বিষয়ে মানবাজার ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর জানান, মানবাজার এলাকায় পাইপ লাইনের কাজ চলার জন্য বেশ কয়েকদিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। খুব দ্রুত এই জল সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।