BREAKING : উরি সীমান্তে ফের গোলাবর্ষণ করলো পাকিস্তান ! পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীর
BREAKING : তড়িঘড়ি তিন সেনা প্রধানের সাথে বৈঠক করলেন মোদি ! কোন বড় সিদ্ধান্তের পথে ভারত ?
BREAKING : পাকিস্তানকে শিক্ষা দিতে আমাদের সেনাবাহিনীই যথেষ্ট ! এবার সেনাবাহিনীকে নিয়ে বড় মন্তব্য করলেন তেজস্বী যাদব
৩০০-৪০০টা ড্রোন ঢুকেছিল ভারতের আকাশে, স্পষ্ট করলেন কর্নেল কুরেশি
BREAKING : জরুরি অবস্থার জোরদার প্রস্তুতি গুজরাটে ! বাতিল হল সরকারি কর্মীদের ছুটি
BREAKING : বেসামরিক বিমানের আড়ালে হামলা চালিয়েছে পাকিস্তান ! বড় দাবি করলেন উইং কমান্ডার ভূমিকা সিং
BREAKING : ভারতীয় সেনাকে কুর্নিশ জানাই ! এবার ভারতীয় সেনাকে নিয়ে বড় মন্তব্য করলেন কেশব প্রসাদ মৌর্য
BREAKING : আপদকালীন পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত রাজ্য ? নিশ্চিত করতে ক্যাবিনেট বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
‘দেশরক্ষার জন্য আমি আমার সিঁদুর পাঠাচ্ছি’, নববধূর এই কথায় এখন শক্তি জওয়ান মনোজ ধ্যানেশ্বর পাতিলের

ফের শিলিগুড়িতে শুরু পানীয় জল বিভ্রাট!

শহরবাসীর যাতে অসুবিধা কম হয় সেই চেষ্টা করেছে শিলিগুড়ি পুরনিগম।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
water_crisis_in_india_1561457814.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিপাকে পড়তে হতে পারে শহরবাসীকে। কারণ আগামী তিন দিন একবেলা করে পানীয় জল সরবরাহ করা হবে শিলিগুড়িতে। ফলে নাজেহাল অবস্থা না হলেও, সাময়িক কিছু সমস্যার মুখে পড়তে পারেন শহরবাসী। আজ থেকে একবেলা করে জল পাবেন শিলিগুড়ি ফুলবাড়ি এলাকার বাসিন্দারা।

শিলিগুড়ির যেখান থেকে জল সংগ্রহ করা হয় সেখানে দু’টি মেশিন রয়েছে। যার রক্ষণাবেক্ষণ হয় না। সেই কারণেই ওই মেশিন দু’টি বন্ধ রাখা হবে তিনদিন। রক্ষণাবেক্ষণ করা হবে। তার জেরে সকালের দিকে জল দেওয়া হলেও, বিকালে বন্ধ রাখা হবে পানীয় জল পরিষেবা।

qpoiutre

তবে শহরবাসীর যাতে অসুবিধা কম হয় সেই চেষ্টা করেছে শিলিগুড়ি পুরনিগম। যেহেতু বিকেলের দিকে পরিষেবা বন্ধ থাকবে সেই কারণে ওই সময় শহরে পাঠানো হবে জলের ট্যাঙ্ক ও পাউচ। সাধারণ মানুষ সেই জল সংগ্রহ রাখতে পারবেন তিনদিন।