নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ নিম্নচাপের যেরে বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণেই মনসুকার ঝুমি নদীতে বাড়ছে জল।
ঝুমি নদীতে জল বাড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঁশের সাঁকো। আর এই বাঁশের সাঁকো ভেঙ্গে যাওয়াতে যাতায়াতের ভরসা একমাত্র হয়ে দাঁড়িয়েছে নৌকো।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, হুগলি জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ছিল এই বাঁশের সাঁকোটি। তবে এবার সাঁকো ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছে দুই জেলার বাসিন্দারা। ছিন্ন হয়েছে দুই জেলার যোগসূত্রও।