নেই সেতু! নদীতে বাড়ছে জল! ভয়াবহ অবস্থা

অবিরাম বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। প্লাবিত হচ্ছে দু পাশের এলাকা। জলমগ্ন অবস্থাতেই যাতাযাত করছে লরি। সমস্যায় সাধারণ মানুষ। ঝাড়গ্রামে বাড়ছে অসন্তোষ।

author-image
Pallabi Sanyal
New Update
vcvcvdf

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়ের  উপর দিয়ে বইছে জলের স্রোত। যার ফলে জামবনি ব্লকের সাথে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিম্নচাপের প্রভাবে ভারী  বৃষ্টির ফলে  ডুলুং নদীতে জল বাড়ছে। যার ফলে জামবনি ব্লকের চিল্কিগড়ে ওই নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে প্রবল জলের স্রোত বইছে। সেই জন্য যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামবনি ব্লকের চিল্কিগড়, গিধনী  সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সাথে জেলা শহর ঝাড়গ্রামের। তাই ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি হলেই ডুলুং নদীতে জল বাড়ে, যার ফলে চিল্কিগড়ে ওই নদীর উপর থাকা কজওয়ে টি জলে ডুবে যায়। যার ফলে জামবনি ব্লকের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি চিল্কিগড়ে ডুলুং নদীর ওপর একটি সেতু নির্মাণের । স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো সেতু নির্মাণ না হওয়ায় এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন।

hiring 2.jpeg