ভাঙা বাঁধ দিয়ে পুনরায় ঢুকছে জল, নেই ত্রাণ শিবির, সমস্যায় পাঁশকুড়াবাসী

সমস্যায় পাঁশকুড়াবাসী।  

author-image
Adrita
New Update
ে

নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়াঃ কংসাবতী নদীতে জলস্রোত বাড়ার সাথে সাথেই পাঁশকুড়ার গড়পুরুষোত্তমপুর এলাকায় ভাঙা বাঁধ দিয়ে আবারও প্রবেশ করেছে জল।

গত শনিবার এই নদী বাঁধ ভেঙে জল প্রবেশ করেছিল এলাকায়। আবারও জলস্রোত বাড়ায় নতুন করে জল ঢুকতে শুরু করেছে বিস্তীর্ণ এলাকাতে। ফলে ফের একবার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে তারা কোনও রকম সরকারি ত্রাণ সামগ্রী পাননি। ফলে সমস্যায় পড়েছেন তারা। স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন যে, ত্রাণ শিবিরের ব্যবস্থা না হওয়ার কারণে তারা বর্তমানে ভাঙা বাঁধেই বসবাস করছেন।