নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় কাঁসাই নদীর জলস্তর হু হু করে বাড়ছে। ইতিমধ্যে বিপদ সীমার উপর দিয়ে বইছে। যার জেরে এলাকাবাসীরা চিন্তিত। কেননা কাঁসাই নদীর বাঁধ বরাবর রাস্তায় ধস নেমছে।
এই আবহে ডেবরার কাঁসাই নদী পরিদর্শন করলেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী। এদিন তার সাথে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া,সেচ দপ্তরের আধিকারিকসহ অনান্যরা।
এদিন বিডিও এবং জনপ্রতিনিধিরা উপস্থিত হতেই সেচ দপ্তরের লোকজনকে দেখেই ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। পাশাপাশি আধিকারিকরা চলে যাওয়ার পরেই সেচ দপ্তরের অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো এলাকাবাসী।
যদিও বিডিও জানান, '' আমরা সমস্ত বিষয়টি নজরে রেখেছি। যে সমস্ত বাড়িগুলি ভেঙে গিয়েছে বা অনান্য যা যা ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলি আমরা জেলা পর্যায়ে পাঠিয়েছি। '' আজ বিকেলে থেকে নদীর জল কমতে পারে বলে সূত্রের খবর।