হু হু করে ঢুকছে জল! 'কোথায় যাব?' প্রশ্ন এলাকাবাসীর

নদীর জল হু হু করে ঢুকছে গ্রামে। বন্যা কবলিত বাংলার একের পর এক গ্রাম। বিপর্যস্ত জনজীবন।

author-image
Pallabi Sanyal
New Update
asas



নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া : পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরে কংসাবতীর স্লুইস গেট ভেঙে জল ডুকছে মেদিনীপুর ক্যানেলে। মেদিনীপুর ক্যানেলের পাশেই রয়েছে জয়কৃষ্ণপুর এলাকা। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে  জয়কৃষ্ণপুর কংসাবতী খালের পাশে থাকা স্থানীয় মানুষদের অন্যত্র সরে যাওয়ার জন্য অনুরোধ করছে।রয়েছেন তমলুকের এডিএম সৌভিক ভট্টাচার্য, পাঁশকুড়ার বিডিও ধেনধূপ ভুটিয়া ও পাঁশকুড়া থানার আইসি আশীস মজুমদার। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে স্লুইস গেটের কাজ শুরু করা হয়েছে।লোহার চাঁদর এনে জল বন্ধ করার চেষ্টা চলছে।যদিও স্থানীয়দের অভিযোগ, 'কোথায় যাব? প্রশাসনের তরফ থেকে থাকার ও খাওয়ার কোন ব্যবস্থা করেনি।গতকাল থেকে না খেয়ে রয়েছি। প্রশাসন শুধু আসছে আর বারবার বলছে সরে যান।'