নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়াঃ পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুর এলাকায় ভেঙে যাওয়া নদী বাঁধ দিয়ে প্রচুর পরিমাণে জল এলাকায় প্রবেশ করছে। যার ফলে কোনও কোনও বাড়ি কার্যত জলের তলায়। টানা ৪ দিন ধরে এলাকাবাসীদের থাকার অস্থায়ী ঠিকানা হয়েছে নদীর বাঁধ।
তবে বিগত দুদিন জলস্তর নামতে শুরু করেছিল। কিন্তু ফের গতকালের ভারী বৃষ্টির ফলে ফের একাবার নদীর জলস্তর বেড়েছে। এই আবহে জলবন্দি হয়ে পড়েছে এলাকার মানুষজন। তাদের উদ্ধারকার্যে নেমেছে NDRF।