নিজস্ব সংবাদদাতা: নতুন করে ডিভিসির ছাড়া জল ঢুকে খানাকুল ১ ও ২ নং ব্লকের ২৪ টি পঞ্চায়েত এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে। সড়ক পথ কার্যত জলের তলায়। কোথাও কোমর অবধি জল তো কোথাও এক মানুষের সমান উচ্চতায় জল উঠেছে। খানাকুলের প্লাবিত এলাকা একতলা ছাড়িয়ে গেছে। যার ফলে বন্যাপ্লাবিত মানুষের কেউ কেউ ছাদের ওপর আশ্রয় নিয়েছেন। আবার কেউ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। আরামবাগ ও পুরশুড়া ব্লকেও একাধিক ত্রাণ শিবির হয়েছে। একতলা ডুবে যাওয়ার কারণে অনেক ত্রাণ শিবিরে জল ঢুকতে শুরু করেছে।
বন্যার জেরে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মোবাইলের নেটওয়ার্ক বিপর্যস্ত হয়ে পড়েছে। পর্যাপ্ত নৌকা না থাকায় বন্যা কবলিত মানুষরা বিপাকে পড়েছেন। নিম্নচাপের বৃষ্টির জেরে DVC জল ছাড়ায় প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ। মুখ্যমন্ত্রী প্রথম থেকে এই বন্যাকে ম্যান মেড বন্যা বলে অভিযোগ করছেন। তিনি বলেছেন DVC না জানিয়ে জল ছেড়েছে। সেই অভিযোগ কার্যত অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। জানিয়েছে, রাজ্যকে এই বিষয়ে আগেই অবগত করা হয়েছিল।