নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : তীব্র পানীয় জলের সমস্যার কারণে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের মহুলি ও শঁশাসোলে তীব্র পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ ৪ থেকে ৫ বছর তীব্র পানীয় জলের সমস্যায় ভুগছেন ৪০ থেকে ৪৫ টি পরিবারের প্রায় ৩০০ জন। তাদের আরো অভিযোগ, ব্লক প্রশাসন ও গোপীবল্লভপুর গ্রামপঞ্চায়েতে দীর্ঘদিন অভিযোগ জানানো হলে, ২০২২ সালের আগস্ট মাসে একটি কল হলেও সেই কলে জল আসে না। একাধিকবার মেরামত করলেও কোন লাভ হয়নি। গত সপ্তাহে একটি সাবমার্সিবল পাম্প সহ ট্রাঙ্ক বসালেও সেটিতে এখন থেকেই ঠিক ঠাক জল আসে না। আর সেটা অনেকটাই দূরে। তাই সোমবার এক প্রকার বাধ্য হয়ে তারা গোপীবল্লভপুর নয়াগ্রাম ৯ নং রাজ্য সড়কে ঘটি, বালতি নিয়ে গ্রামের মহিলারা রাস্তা অবরোধ করেন।
উল্লেখ্য, গোপীবল্লভপুর ৫ নং গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত। এ বিষয়ে ঝাড়গ্রামের এই গোপীবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অম্বিকা বেরাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে এ প্রসঙ্গে বিজেপির জেলা পরিষদের সদস্য তথা বিজেপির জেলা সহ সভাপতি তুহিন শুভ্র সিং বলেন, ''টিউবওয়েল করে দেওয়া হয়েছে। কিন্তু তীব্র গরমে জলস্তর নেমে গেছে হয়তো। প্রধানকে বলব। এই গরমে কোন কিছু না দেখে মানুষের জলের সমস্যা মেটাব।'' তৃণমূলের ব্লক সভাপতি হেমন্ত ঘোষ বলেন, ''সমস্যাটা বাস্তবিক। আমি নিজে আজ ঘটনাস্থলে গিয়েছিলাম। এই গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চল বিজেপি শাসিত। পঞ্চায়েত থেকে একটি সাবমার্সিবেল পাম্প হয়েছে গ্রামের এক প্রান্তে। তাই গ্রামবাসীদের সমস্যা হচ্ছে। এটা বিজেপির অপদার্থতা।''