গ্রীষ্মের দাবদাহে জলের সঙ্কট, বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা

জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ।

author-image
Adrita
New Update
ঝ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ সবে দাবদাহের শুরু, আর তাতেই জল সংকটের ছবি উঠে এল বাঁকুড়ায়। গ্রীষ্মের শুরুতেই পানীয় জলের হাহাকার, প্রতিকার চেয়ে পথ অবরোধে সামিল হয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। পানীয় জলের দাবীতে পথ অবরোধে সামিল হলেন ক্ষুব্ধ এলাকাবাসী। 

সোমবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি- ফুলবেড়িয়া রাজ্য সড়কের রামহরিপুর মোড়ের কাছে বাঁশ দিয়ে দীর্ঘ সময় পথ অবরোধে সামিল হলেন বিড়রা, চুড়াডিহি, রাম হরিপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামে নিয়মিত পৌঁছায় না বিশুদ্ধ পানীয় জল। ফলে জল কষ্টে ভুগছেন ওই গ্রামের বাসিন্দারা। আন্দোলকারীদের আরো অভিযোগ, প্রশাসনের কাছে এবিষয়ে বারবার আবেদন জানালেও মেলেনি কোন সুরাহা। তাই বাধ্য হয়েই তারা পথ অবরোধের শামিল হয়েছেন।

উল্লেখ্য গতবছরই জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলেও এখনো মেটেনি সমস্যা। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। অবরোধের জেরে ব্যহত হয় যান চলাচল। যদিও পুলিশ আসার পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

Add 1