নিজস্ব সংবাদদাতা : নির্বাচনী প্রচার থেকে নির্বাচন সম্পন্ন হওয়ার পরেও চলছে শাসক-বিরোধীর আক্রমণ ও পাল্টা আক্রমণের লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একের পর এক অভিযোগের তীর ছুঁড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি করেছেন একের পর এক ট্যুইট। এবার বিরোধী দলনেতাকে বাস স্ট্যান্ডে বেঁধে রাখার হুঁশিয়ারি দিলেন ক্যানিংয়ের বিধায়ক।
প্রসঙ্গত, সামনেই তৃণমূলের শহীদ স্মরণ দিবস। ২১ জুলাই ধর্মতলায় যাওয়ার প্রস্তুতি বৈঠক শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। প্রস্তুতি পর্ব থেকেই ক্যানিংয়ের বিধায়ক পরেশ রাম দাস নিশানা করলেন বিরোধী দলনেতাকে। তৃণমূল নেত্রীকে আক্রমণের জন্যও একহাত নিয়েছেন শুভেন্দুকে। নির্বাচনে অশান্তি নিয়ে যখন শাসক বিরোধীরা একে অপরকে দুষছে তখন শুভেন্দুর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে বিধায়ক বলেন,ক্যানিংয়ে অশান্তি করতে এলেই ক্যানিংয়ের মানুষ শুভেন্দু অধিকারীকে বাস স্ট্যান্ডে বেঁধে রাখবে। সেই সঙ্গে নন্দীগ্রামের বিধায়কের বিধায়ক পদ খারিজ করার পক্ষে সওয়াল করেন তিনি।