ভূতুড়ে কাণ্ড! বয়কটের ডাক দিয়েও ভোটের হার বেশি!

ভোটের পরেও উদ্ধার হচ্ছে সিল করা ব্যালট! বয়কটের ডাক দেওয়ার পরেও বুথে পড়েছে ৯৫ শতাংশ ভোট! নির্বাচনে হয়েছে টা কী? একের পর এক ভূতুড়ে কাণ্ড! নাকি ইচ্ছাকৃত ঘটনা?

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
11233

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : আজব কাণ্ড নাকি ভূতুড়ে কাণ্ড! জ্যাংড়ার ঘটনাটা আসলে কি কেউই বুঝে উঠতে পারছেন না। এমনকি স্তম্ভিত বিচারপতিও। হচ্ছেটা কী? যে বুথে কিনা ভোট বয়কটের ডাক দিয়েছিল স্থানীয়রা সেই বুথেই কিনা পড়লো সবচেয়ে বেশি ভোট। এত অশান্তির মাঝেও কিনা জ্যাংড়া হাতিয়াড়া ২ নং পঞ্চায়েতে ভোট পড়েছে ৯৫ শতাংশ। কীভাবে সম্ভব? বিস্মিত স্বয়ং বিচারপতি অমৃতা সিনহা। প্রশ্ন এখন একটাই।আইজি-ডিজিকে অনুসন্ধান করতে নির্দেশ হাইকোর্টের। শুধু তাই নয়, তথ্য অনুসন্ধান করে ৩ অগাস্টের মধ্যে আইজি-ডিজিকে রিপোর্ট দিতে হবে আদালতকে। তলব করা হয়েছে রাজারহাটের বিডিও-র রিপোর্টও।